স্বপ্ন ইনফো, জাতীয় ডেস্কঃ নাব্য সংকটে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পঞ্চম দিনের মতো ফেরি চলাচল বন্ধ রয়েছে।
দীর্ঘ সময় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এ পথে যাতায়াতকারীরা। অনেক লঞ্চ ও স্পিডবোর্ড অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা নদী পারাপার করছে। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারেও নদী পার হচ্ছেন অনেকে।
দুই দিকের ঘাটেই আটকা পড়ে আছে শতাধিক পণ্যবাহী যানবাহন। অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। কবে নাগাত শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হবে এ ব্যাপারে কিছু জানায়নি ঘাট কর্তৃপক্ষ।
এমন অবস্থায় যাত্রীদের ভিড় বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অতিরিক্ত ভাড়া ও ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পার হচ্ছে মোটরসাইকেল আরোহীরা। শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে।
চালকরা বলছেন, শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট হয়ে তাদের পদ্মা পার হতে হচ্ছে। আর এতে করে ঘণ্টার পর ঘণ্টা ফেরি পারের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে। খাওয়া দাওয়াসহ নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তাদের।