পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী বেশ কয়েকটি পরিবার। বুধবার দুপুরে পঞ্চগড় আদালতের সামনে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে তেঁতুলিয়ার আব্দুল হামিদ, জফির উদ্দিন, মনোয়ারা বেগমসহ ভুক্তভোগিরা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরেই তাদের জমি দখলসহ নানাভাবে মামলা হামলা করে হয়রানি করে আসছে চেয়ারম্যান মিলন। তার বিরুদ্ধে মামলা হলেও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ। তাই তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বলেছেন, উল্টো তারাই আমার বিরুদ্ধে ১৮ টি মামলা করেছে। প্রত্যেক মামলার বাদী একই ব্যক্তি একই স্বাক্ষী। তাদের সাথে জমি নিয়ে অন্য মানুষের বিবাদ রয়েছে। শালিসে রায় তাদের অনুকূলে না যাওয়ায় তারা এখন আমার বিরুদ্ধে যা তা বলে বেলে বেড়াচ্ছেন