বরগুনা পৌর মেয়র কর্তৃক নব নির্মিত বরগুনা পৌর মাছ বাজারে বিধি বহির্ভূতভাবে স্টল বরাদ্ধের প্রতিবাদে আড়ৎদার ও ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন।
শুক্রবার বেলা ১২টার দিকে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতি, আড়ৎদার সমিতি ও সাধারন মৎস্য ব্যবসায়ীরা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, বরগুনা পৌর মাছ বাজারে নতুন ভবন নির্মানের শুরুতে মাছ বাজারে মৎস্য ব্যবসায়ীদের স্টল বরাদ্ধ দেয়ার কথা থাকলেও ভবন নির্মানের পর তিনি তার কথা রাখেননি। স্টল প্রতি ১০ লাখ টাকা জামানত নিয়ে বহিরাগত ব্যবসায়ী ও মেয়রের নিকটজনদের মধ্যে স্টল বরাদ্ধ দেওয়া হয়। বিষয়টি নিয়ে সাধারণ ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে তাদের বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে।
সাধারণ ব্যবসায়ীরা স্টল থেকে বঞ্চিত হওয়ায় মাছ বাজারের ব্যবসায়িক কার্যক্রম হুমকিতে পড়েছে। তারা আরো অভিযোগ করেন, মাছ বাজার মার্কেটি তৈরিতে ও অনৈতিক পন্থা অবলম্বন করেছেন পৌর মেয়র। অন্যের লাইসেন্সে কাজ নিয়ে নিজেই মাছ বাজার টি তৈরি করেছেন খেয়াল খুশি মতো। মাছ বাজারের বর্জ্য ও পয়নিষ্কাশনের কোন ব্যবস্থা রাখা হয়নি। শহরের ব্যস্ততম এলাকায় মাছ বাজার তৈরি হলেও রাখা হয়নি কোন পার্কিং সুবিধা।
এ সময় সংবাদ সম্মেলনে ক্ষুদ্র মৎস সমিতির সভাপতি মাসুম পহলান, আড়তদার সমিতির সভাপতি জহুরুল হক পনুসহ সকল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্ধ ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।