এমপি কাপের ফাইনাল মাতাবে আইইউবি ও বরগুনা বয়েজ
খেলাধুলা ইনফোঃ মুজিব বর্ষ উপলক্ষে বরগুনায় আয়োজিত এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল মাতাবে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং বরগুনা বয়েজ। শুক্রবার সকালে এবং বিকেলে অনুষ্ঠিত সেমিফাইনালে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে এ দু’দল।
আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০ শুরু হবে ফাইনাল খেলা। আর এর মধ্য দিয়েই পর্দা নামবে জেলার সব থেকে বড় এবং জাঁকজমকপূর্ণ এই ক্রিকেট টুর্নামেন্টের।
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী দিনের প্রথম সেমিফাইনালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর বিপক্ষে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় অল স্টার্স অব বরিশাল।
ওপেনার রাফসান এবং অন্তরের ব্যাটে দুরন্ত সূচনা করে অল স্টার্স অব বরিশাল। সাত ওভারে ৪৪ রান তুলে রানের চাকা সচল রাখেন রাফসান ও অন্তত। কিন্তু অনিকের দুর্দান্ত এক থ্রোতে রাফসান রান আউট হলে খেলার খেই হারিয়ে ফেলে অল স্টার্স অব বরিশাল। এর আট নম্বরে ব্যাট করতে নামা সাইফ ব্যতীত ব্যক্তিগত রানে দুই অংঙ্কই ছুঁতে পারেনি আর কেউ। ফলে ২০ ওভারে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় অল স্টার্স অব বরিশালে ইনিংস।
জবাবে ব্যাট করতে নামে ১৮ ওভারে সহজ জয় তুলে নেয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। অল স্টার্স অব বরিশালের বিপক্ষে চার উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। পাশাপাশি টুর্নামেন্টর প্রথম ফাইনালিস্ট হিসেবে ফাইনালে পা রাখে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সাকলায়েন ২০ বলে ৩৭ রানের অপরাজিত খেলে নির্বাচিত ম্যান অব দ্য ম্যাচ।
এরপর দিনের দ্বিতীয় সেমিফাইনালে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি বরিশালের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্থানীয় দল বরগুনা বয়েজ। নিজেদের মাঠে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রানের মাথায় দুই ওপেনার ফারুক ও রাব্বিকে হারিয়ে চাপে পড়ে বরগুনা বয়েজ। কিন্তু তিন নম্বরে ব্যাট করতে নামা রেজভির অন্যবদ্ধ ২৯ বলে ৫৩ রানের ইনিংস আর অলির ২১ রানে ভর করে লড়াকু সংগ্রহ তৈরি করে বরগুনা বয়েজ। ১৯ ওভার এক বলে সব উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১২৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে বরগুনা বয়েজের দুই পেস বোলার সাকিল ও লিমনের গতি আর বাউন্সে শুরুতেই খেই হারিয়ে ফেলে ট্যালেন হ্যান্ট ক্রিকেট একাডেমি বরিশালের দুই ওপেনার রকি ও সাঈদ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তারা। এরপর ভালো সূচনা করতে পারেননি তাদের পরে ব্যাট করতে নামা অনি, সালাউদ্দিন এবং হৃদয়। মাত্র ১২ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি হারের ব্যবধান কমিয়েছে ছয় নম্বরে ব্যাট করতে নামা সুজনের ব্যাটে।
পরে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে হারিয়ে তারা সংগ্রহ করে ৬২ রান। এতে সহজ জয় নিয়ে ফাইনালে যায় বরগুনা বয়েজ। এ ম্যাচে চার ওভারে ১৪ রানে চার উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পেসার লিমন।