বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের নূরজাহান আইডিয়াল স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক পরিবারের মাঝে প্রীতি উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে নূরজাহান আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক মো. শাহজাহান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন নূরজাহান আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিশু সংগঠক এম হুমায়ুন কবির।
এসময় কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষ্যে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। পরে স্থানীয় ঈমাম, শিক্ষক এবং সমাজকর্মীসহ সহস্রাধিক এলাকাবাসীর মাঝে প্রীতি উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মো. মাহফুজ মৃধা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সুজন মল্লিক, প্রবীণ শিক্ষক আব্দুল ওহাব, আনোয়ার হোসেন, মাওলানা নজরুল ইসলাম, অধ্যক্ষ মাসুম বিল্লাহ, ইউনুস মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মারুফ, ইটালী প্রবাসী আ. সালাম হাওলাদার প্রমূখ।