বরগুনাঃ বরগুনায় এমপি কাপ টুর্নামেন্টের সফল সমাপ্তির প্রশংসা করেনি, এমন মানুষ পাওয়া যাবে না একজনও।
ছবিঃ ইব্রাহীম রাজ
এতদিন যাবৎ ফুটবল খেলাই ছিল বরগুনার স্টোডিয়ামে দর্শকদের প্রানের খেলা। ক্রিকেট খেলাও যে দর্শক টানতে পারে, হয়ে উঠতে পারে হাজার হাজার মানুষের উত্তেজনার কারন, বরগুনায় এতদিন তা পরিলক্ষিত হয় নি।
ছবিঃ মোঃ জাফর
এমপি কাপের স্বপ্নদ্রষ্টা এমপি পুত্র সুনাম দেবনাথ এর দায়িত্ববোধ এবং কোয়াব বরগুনার সভাপতি শাওন তালুকদারের একনিষ্ঠতায় আমরা উপভোগ করলাম ক্রিকেটের ছন্দ।
ছবিঃ মোঃ জাফর
মাঠে গেছিলাম খেলা দেখতে, গ্যালারি ভরা হাজারো দর্শক ছিল, দুর্দান্ত প্রতিযোগিতাপূর্ণ একেকটা খেলা চলছিল।
ছবিঃ মোঃ জাফর
সব কিছু ছাপিয়ে যে বিষয়টা চক্ষুগোচর হলো, সুনাম দাদা প্রতিটি খেলায় শুরু থেকে শেষ পর্যন্ত দাড়িয়ে থেকে সম্প্রচার করেছেন। কতটা শক্ত কমিটমেন্ট থাকলে একজন মানুষ সারাটা দিন এভাবে নিজেকে নিয়োজিত করতে পারেন, ভাবতেই শিউরে উঠতে হয়।
ছবিঃ মোঃ জাফর
নিজের স্বপ্নের টুর্নামেন্ট সফল করতে তিনি ২ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত সম্পূর্ণ রূপে বিলিয়ে দিয়েছেন মাঠে, শ্রম ঘাম মেধা বিলিয়ে দিয়েছেন খেলার স্বার্থে।
ছবিঃ মহিউদ্দিন অপু
আমাদের চেনা সুনাম দাদা এই ক’দিনে সত্যিই অচেনা হয়ে উঠেছিলেন। দাদাকে আগে কখনো এমন কর্মপাগল দেখি নি। তিনি এমপি পুত্র, তিনি ক্রীড়া সংস্থার একজন কর্মকর্তা, তিনি শুধু অর্ডার করলেই অনেক কাজ সম্পন্ন হয়ে যেত। তবে তিনি নিজে কাজ করে দেখিয়ে দিয়েছেন, নিজের স্বপ্নকে সফল করতে কিভাবে এবং কতটা পরিশ্রমী হতে হয়।
ছবিঃ মহিউদ্দিন অপু
বিশাল একটা টুর্নামেন্ট সফল ভাবে সমাপ্ত করতে অনেক মানুষের ত্যাগ থাকে, এটা সত্য।
তবে সুনাম দাদার যে দায়িত্ববোধ, একনিষ্ঠতা, যে উদ্যম আমরা দেখেছি, সেটা সত্যিই অনুপ্রেরনার।
ছবিঃ মহিউদ্দিন অপু
খেলার মাঝে রাজনীতি আনতে ইচ্ছা ছিল না, তবে দাদার নেতৃত্বগুণ ও সৃজনধর্মী আয়োজন দেখে একটা কথা না বলে পারছি না, ধৈর্যের, শ্রমের ও নিষ্ঠার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুনাম দাদা আরো এগিয়ে যাবেন, এটুকুই কাম্য