বরগুনাঃ বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আবু জাফর মো. সালেহকে সভাপতি ও বেলাল হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট অ্যাড. সোহেল হাফিজের সভাপতিত্বে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি আবু জাফর মো. সালেহ চ্যানেল টোয়েন্টিফোরের বরগুনা জেলা প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বাংলা টিভির বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
২০২১ সালের জন্যে গঠিত এ কমিটিতে মোহনা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি মো. জাফর হোসেন হাওলাদারকে সিনিয়র সহ-সভাপতি, একুশে টিভির বরগুনা জেলা প্রতিনিধি জয়দেব রায়কে সহ-সভাপতি, ডিবিসি টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি মালেক মিঠুকে যুগ্মসম্পাদক, বাংলাভিশনের বরগুনা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম স্বপ্নকে অর্থ সম্পাদক এবং ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি আরিফুর রহমান ফসলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালে সাংবাদিক সোহেল হাফিজের প্রস্তাবনায় বরগুনা জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিদের উদ্যোগে বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠিত হয়। সংগঠনটির সদস্য সংখ্যা বর্তমানে ২৩ জন।
এর আগে ২০২০ সালে বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ছিলেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট অ্যাড. সোহেল হাফিজ এবং সাধারণ সম্পাদক ছিলেন এসএ টিভির বরগুনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জমান ফারুক।