বরগুনাঃ বরগুনার তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়ন এর গাবতলী গ্রামে জমি সংক্রান্ত জেরে দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন আলমগীর ও জহিরুল।গতকাল বুধবার সকাল আনুমানিক ১২ টার দিকে তালতলীর ছোট বগী ইউনিয়ন এর গাবতলী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠান। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা তালতলী ছোট বগী ইউনিয়ন এর গাবতলী গ্রামের মো. রুস্তম আলীর সঙ্গে এক একর ৪০শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছে।গতকাল সকালে আলমগীর তার লোকজন নিয়ে ধান কেটে আসার পথে। মো. রুস্তম আলী তাঁর ছেলেদের নিয়ে আলমগীরের উপর হামলা করে।
আলমগীর মিয়া বলেন,এ বিষয়ে জানার জন্য রুস্তম আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে বারবার ফোন করা সত্ত্বেও তাকে ফোনে পাওয়া যায়নি।
তালতলী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন,এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।