বরগুনা: সামাজিক-সাংস্কৃতিক ও রাজতৈনিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ, দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান এবং ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা প্রমূখ ।
অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও টেলিভিশন ফোরামের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির শপথ পাঠ করান বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক চিত্তরঞ্জনশীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের বিদায়ী সভাপতি অ্যাড. সোহেল হাফিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুর রশিদ, বরগুনা পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ শাহজাহান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান মনির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ালিউল্লাহ, বাংলাদেশ মহিলা সংস্থার সভাপতি মোসা: নাজমা বেগম এবং টেলিভিশন ফোরামের নবনির্বাচিত সভাপতি আবু জাফর সালেহ প্রমূখ।
এর আগে একইদিনে দুপুর ১২টায় ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে টেলিভিশন ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বরেণ্য চিকিৎসক প্রফেসর বেনজির আহমেদ।